আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

স্পেন সাত সপ্তাহ পর খুলে দিল লকডাউন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

কোভিড-১৯ এর কারনে আমরা সবাই লকডাউনে আছি, বিগত এক মাসের ও বেশি সময় হয়ে গেলো পুরো বিশ্ব লকডাউন এবং আমরা সবাই ঘরে বসে আছি, যেখানে আমরা সোশাল ডিসটেন্স মেনে চলছি বাসার বাহিরে যাচ্ছি না,
কিন্তু অন্যদিকে স্পেনে বিগত সাত সপ্তাহ লকডাউনের পর আজকে সকালে তারা মুক্তি পায়।
তবে এ মুক্তি কেন?
স্পেনে মৃত্যুর হার ছিলো ২৪,৮২৪ যা দিনে দিনে কমে আসছে এবং তারা যদি সঠিক ভাবে লকডাউন পালন করে তাহলে তারা এই ভয়ংকর মহামারী থেকে উদ্ধার পেতে পারে,
মৃত্যুর হার কমে যাওয়াতে স্পেনের সরকার সবার জন্য সকাল বেলা বাহিরে বের হয়ে শরীরের যত্নের জন্য বেয়াম এবং শারীরিক কসরত করার অনুমতি দিয়েছেন|
সকাল ৮:০০-১০:০০টা পযর্ন্ত যুবক এবং যুবতিরা বাসা থেকে বের হয়ে শারীরিক বেয়াম করতে পারবে,
করোনা ভাইরাসের কথা মাথায় রেখে স্পেনের সরকার সব বয়সের মানুষদের জন্য আলাদা সময় নির্ধারিত করে দিয়েছেন এবং তাদের অবশ্যই মাক্স পরতে হবে এবং সোশাল ডিসটেন্স মেনে চলতে হবে,
স্পেনে জুন মাসের শেষ থেকে আবার সাভ্বাবিক জিবন যাপন করার পরিকল্পনা করছে|
আমাদের দেশে যদি আমরা সঠিক ভাবে লকডাউন পালন করি তাহলে আমরা ও খুব শীগ্রহি বাসা থেকে বের হয়ে মুক্ত ভাবে চলাফেরা করতে পারবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ