আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশালের চিকিৎসকদের জন্য নগরীর ৭টি হোটেল বরাদ্দ

 

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে বরিশালের ৭ টি উন্নত মানের থ্রি স্টার মানের হোটেল। যার মাধ্যমে একজন চিকিৎসক এবং নার্সরা সাধারণ রোগীর সেবা নিশ্চিতের মাধ্যমে পরিবারকে সুরক্ষা রাখতে পারে। হোটেল গুলো হলো গ্রান্ড পার্ক, সেডোনা, এরিনা, এথেনা, হোটেল ইস্টান, হোটেল আলি এবং রোদেলা। ইতোমধ্যে গতকাল হোটেল গ্রান্ড পার্কে ১০ জন এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক এবং নার্স উঠেছে। পর্যায়ক্রমে অন্যান্য হোটেল গুলোতে ডাক্তার-নার্স সহ অন্যান্যরা উঠবেন বলে জানা গেছে। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, শেবাচিমের চিকিৎসক-নার্সসহ অন্যান্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনা রুগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করতে পারে সেই জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার করার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। করোনা মোকাবেলায় যা যা করণীয় তার সব কিছুই করবে জেলা প্রশাসন জনস্বার্থে এ ধরনের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ