মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকাল ১০ টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-(এমপি)।
মেলায় তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীরা দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমতো আবেদন, ইন্টারভিউ এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন। কর্মসংস্থানের পেছনে নয়, বরং প্রার্থীর দৌড় গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সেই খাতে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ পাবেন এই মেলার মাধ্যমে। এক কথায় এই লালমোহন ও তজুমদ্দিনে বেকারত্ব নিরসনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহি চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।