আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

২৯ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি :
২৯ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
আগামী ৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। এ সময় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। উপাচার্য তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে এ সফরে যাচ্ছেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আগামী ৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ২৯ দিনের ছুটি প্রদান করা হলো।
এছাড়া আগামী ২ ও ৩ সেপ্টেম্বর নর্থ অ্যামেরিকা বাংলা লিটারেচার অ্যান্ড কালচার কনভেনশনে (এনএবিএলসিসি) যোগদানের জন্য দুই দিনের ছুটি প্রদান করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ভ্রমণের সব ব্যয় উপাচার্যের ছেলে এবং এনএবিএলসিসিতে অংশগ্রহণের সব ব্যয় আয়োজক কমিটি বহন করবে।
এই ভ্রমণে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ