আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মোরেলগঞ্জে  সরকারি চাল সন্দেহে ২২ বস্তা চাল জব্দ

মোরেলগঞ্জ উপজেলা  প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ:
বাগেরহাটের মোরেলগঞ্জে ও এম এসের চাল পাচার সন্দেহে ২২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চাল জব্দ করে ইউপি সদস্য মো. হারুন শেখ ও চৌকিদারের হেফাজতে রেখেছেন।
 শনিবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।
ইউপি সদস্য মো. হারুন শেখ জানান, শুক্রবার বিকেলে ১৫ টাকা কেজি দরের এ চাল স্থানীয় ডিলারের ছেলে সাবেক মেম্বার মো. সোহাগ সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ভিন্ন বস্তায় ঢুকিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগে স্থানীয়রা ওই চাল আটক করে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।
 জব্দ চালের বিষয়ে সাবেক মেম্বার সোহাগ বলেন, ট্রলারে সাড়ে ২৭ বস্তায় ১৩৭৫ কেজি চাল ছিল। এগুলো তার খোরাকির চাল। টাকার প্রয়োজনে বিক্রি করতে বাজারে পাঠনোর সময় তার শত্রু পক্ষের লোকেরা তা আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, জব্দকৃত ২২ বস্তা চালের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদি এসব চাল ১৫ টাকা কেজি দরের হয়ে থাকে তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ