আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ভূরুঙ্গামারীতে ধর্ষণের স্বীকার এক শারীরিক প্রতিবন্ধী তরুণী

মোঃ রাহিমুল ইসলাম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে একা পেয়ে বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের দায়ে শামসুল হক (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মে) ইয়াতিম বাক প্রতিবন্ধী মেয়েটির খালা মারা গেলে মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান মেয়েটির মা।

এই সুযোগে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক দর্ষণ করে বৃদ্ধ শামসুল হক। পরে এলাকাবাসী ঘরের ভেতর থেকে সাড়াশব্দ পেলে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখতে পায় তারা।

পরে এলাকাবাসীর সহযোগিতায় বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে বৃদ্ধকে আটক করে পরিষদে নিয়ে যান।

তরুণীর মা বলেন , শুক্রবার সকালে আমার বোন মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে আমি বোনের বাড়িতে যাই। মেয়েকে একা পেয়ে প্রতিবেশি শামসুল হক আমার মেয়েকে ধর্ষণ করে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল ধর্ষণের কথা শিকার করলে তাকে থানায় সৌপর্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষক থানায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে । আসামীকে আজ কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ