আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভারে মহিলা নেত্রীর স্বামীর মামলায় গ্রেফতার সাংবাদিক

সাভার প্রতিনিধি :

সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমীন হককে মারধরের অভিযোগে তার স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন উজ্জ্বল হোসাইন নামে স্থানীয় এক সাংবাদিক। তিনি দৈনিক আগামীর সময় পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি।

সাভার মডেল থানা পুলিশ শুক্রবার (২৬ মে) ভোর ৫ টার দিকে তাকে আটক করে।

এর আগে গত ১৯ মে সাংবাদিক উজ্জ্বলকে প্রধান করে তার বাবা বেনু মোল্লা, বড় ভাই মৃদুল মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগ আমলে নিয়ে মামলা হলে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে গত ১৯ মে সন্ধ্যায় সাংবাদিক উজ্জ্বল হোসেন, তার বাবা, বড় ভাইসহ আরো কয়েকজন শারমিন আক্তারের বাড়িতে হামলা চালিয়ে শারমিন হককে মারধর করতে থাকে এসময় তার স্বামী ওবায়দুল হক ও ছেলে শাহরিয়ার শ্রাবণ তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করা হয়।

পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তারা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

উজ্জ্বলের পরিবারের সদস্যরা জানান, সাবেক মহিলা মেম্বার শারমিন হকের মেয়ে পাশের বাড়ির বান্ধবীর মোবাইল থেকে প্রেমিকের সাথে কথা বলার সময় শারমিন হক জানতে পেরে মেয়ের বান্ধবীর মোবাইল আছার দিয়ে ভেঙ্গে ফেলে এবং তাকে মারধর করে মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়।

পরবর্তীতে মোবাইল ভেঙ্গে দেওয়া ও মারধরের ঘটনায় প্রতিবেশী সাংবাদিক উজ্জ্বল হোসেন ও স্থানীয় মুরুব্বিদের জানালে তারা বিষয়টি জানতে সাবেক মহিলা মেম্বার শারমিন হকের বাড়িতে যায়।

এ সময় সাংবাদিক উজ্জ্বল হোসেন সহ আগত সবার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন শারমিন হকের স্বামী ওবায়দুল হক। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সবাই। পরে সাবেক ওই মহিলা মেম্বার হাসপাতালে ভর্তি হয়ে স্বামীকে বাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী ওবাইদুল হক বলেন, তারা আমার বাড়িতে এসে হামলা চালিয়ে আমার স্ত্রী সন্তানকে মেরে আহত করেছে এবং ঘরে ভাংচুর করে।

আমি এদের সকলকে গ্রেফতারের দাবী জানাই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান মহিলা মেম্বারের উপর কোন হামলার ঘটনা ঘটে নাই তিনি ওই সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সহিদুল ইসলাম জানান, সাবেক মহিলা মেম্বার শারমিনকে মারধরের অভিযোগে মামলার পর শুক্রবার সকালে সাংবাদিক উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ