আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার

কে এম নজরুল ইসলাম :

আগামীকাল শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন। প্রচার প্রচারণা চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। ১৫ মে সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করার পরপরই প্রার্থীরা সরব হয়ে ওঠেন মনোনয়ন পত্র সংগ্রহের জন্য।

নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবির জানান, তফসিল ঘোষণার পর মনোনয়ন সংগ্রহ করেন ৩০ জন প্রার্থী। ২১ মে বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ৪ জন। এরা হলেন মো. আবদুল কাদের পাটওয়ারী, মো. আবুল হোসেন গাজী, আঃ ছোবহান লিটন, মো. নুরুল আলম। সহ-সভাপতি পদে প্রার্থী ২ জন। এরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. হারুনুর রশিদ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩ জন। এরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, মো. মোনায়েম খান ও আবু সাঈদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৪ জন। এরা হলেন আবদুর রহমান মিয়া, আবদুস সাত্তার মিয়া, ওসমান গনি মিঠু, মো. কামাল হোসেন জমাদার।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ২ জন। এরা হলেন মো. আঃ মান্নান টিপু, ইকবাল হোসেন পাঠান। কোষাধ্যক্ষ পদে প্রার্থী ২ জন। এরা হলেন আবদুল মালেক পাটওয়ারী, মো. কামাল হোসেন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ২ জন। এরা হলেন মো. সফিকুর রহমান ভূইয়া, মো. ফিরোজ আলম।

প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ৩ জন। এরা হলেন জানে আলম জুয়েল, মো. মিজানুর রহমান, মো. হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী মো. জহিরুল ইসলাম, আমিন খান শামিম, মো. সাইফুল ইসলাম, মো. আমির হোসেন, মো. জাকির হোসেন, মো. রুহুল কুদ্দুস. মোঃ ইসমাইল হোসেন।

আগামীকাল শনিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ