আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কর্মহীন ও অসহায়দের পাশে রঞ্জিত ঘোস

 

হাসিবুল হাসান ইমু

করোনা ভাইরাস মহামারীতে সারা পৃথিবীর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার ছোবল থেকে রক্ষা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার দেশের সকলকে অসহায়দের পাশে থেকে সহযোগীতা করার আহবান জানাচ্ছেন সব সময়।
এই আহবানে সাড়া দিয়ে সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোস গত ১ মাস ধরেই কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

সাভার পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিশেষওএমএস এর আওতায় ১০ টাকা কেজি ধরে চালের মূল্য তিনি পরিশোধ করে বিনামূল্যে চাল বিতরণ করছেন।

রঞ্জিত ঘোস একান্ত সাক্ষাৎকারে দৈনিক আগামীর সংবাদকে জানান, গত ১ মাস ধরে তিনি সাভারের বিভিন্ন জায়গায় ১১৪৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে। বৃহস্পতিবার বিকেলে সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমে ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।

খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব, আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।

রঞ্জিত ঘোস সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ