আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

নওগাঁয় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহর খাবার সামগ্রী বিতরন

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

মরণ ঘাতক করোনা ভাইরাসের থাবায় দিশেহারা হয়ে পড়েছে। বাংলাদেশও সেই থাবার বাহিরে নয়। বর্তমানে বাংলাদেশেও মহামারি আকারে ধারন করেছে করোনা ভাইরাসের প্রভাব। করোনা ভাইরাস প্রতিরোধের কারণে সারা দেশের মতো নওগাঁ জেলাকেও অনির্দিষ্ট সময়ের জন্য লক ডাউন ঘোষনা করা হয়েছে। যার কারণে জেলার লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছে দিনমজুর, খেটে-খাওয়া শ্রেণির মানুষরা। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার ধামইরহাট পৌর সভার ৯টি ওয়ার্ডের কর্মহীন দিনমজুর ও হতদরিদ্র ৩৬০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, সদস্য আমজাদ হোসেন, পৌর যুগ্ম আহবায়ক সেলিনা রহমান, যুগ্ম আহবায়ক মাসুদার রহমান, সদস্য শাহান, থানা বিএনপি নেতা আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রুহেল হোসেন সুমনসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন দেশের মানুষ আজ মহামারির সাগরে হাবুডুবু খাচ্ছে। এই বিপদে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের নিয়ে কোন রাজনীতি নয়। তাই আসুন সরকারের পাশাপাশি আমরা সবাই তাদের পাশে দারায়৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ