আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মোরেলগঞ্জে”মোখা” মোকাবিলায় জরুরি সভা 

মোরেলগঞ্জ প্রতিনিধি, এখলাস শেখ :

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বাগেরহাটের মোরেলগঞ্জে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বেলা ১২.৩০ মিনিট এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম  সভায় দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।

এছড়াও উপজেলার সকল কর্মকর্তা, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সিপিপি, স্কাউট, এনজিও প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় দুর্যোগপ্রবন উপকূলীয় এ উপজেলার নদীর তীরবর্তী বাসিন্দা, জেলে ও অধীক ঝুকিপূর্ণ এলাকার সকলকে সতর্ক করা,

সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করা, প্রয়োজনীয় বিশুদ্ধ পানি উৎপাদন, শুকনো খাবার সংরক্ষণ, জরুরি বিত্তিতে অপসারণ, উদ্ধার ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ