আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের তাহিরপুরে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে বুধবার (৩ মার্চ) বেলা ৩টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উইমেন ডেলিভার ইয়াং লিডার জলবায়ু কর্মী সোহানুর রহমান।

কর্মশালায় বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নেটওয়ার্ক এর কো-অর্ডিনেটর জিমরান মো. সায়েক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জলবায়ু বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মোদাচ্ছির আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ আলম, বাদল চন্দ্র, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দ্বিতীয়বারের মতো আর্থিক অনুদানপ্রাপ্ত সাংবাদিক, সুনামগঞ্জ প্রেসক্লাকের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান,

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী রুপম আহমেদ প্রমুখ।
এ সময় গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের গবেষণা সহকারী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালযের শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ে দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এসময়ে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, পপুলেশন কাউন্সিল পরিচালিত এ গবেষণা উন্নতি আগামী জুলাই মাসে আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালীতে উইমেন ডেলিভার সম্মেলনে উক্ত বিষয়টি তুলে ধরা হবে।

এ গবেষণাটি বাংলাদেশ ছাড়াও আফ্রিকার দেশ নাইজেরিয়া ও লাতিন আমেরিকার গুয়াতে মালায় পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হাওরের রাজধানীখ্যাত সুনামগঞ্জ জেলার পাশাপাশি বরিশাল, খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রাম জেলায় এ গবেষণা পরিচালিত হয়ে আসছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ