আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

বিয়ানীবাজারে  মে দিবসে শ্রমিক নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

আলম শাওন, বিয়ানীবাজার প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বিয়ানীবাজারেও মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) পৌরশহরে মে দিবস উপলক্ষে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশটি রূপ নেয় পরিবহন শ্রমিক নেতা আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ সভায়।

বক্তারা গত ২৪ এপ্রিল যেসব সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। তারা বলেন, প্রকাশ্যে শ্রমিক নেতা আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

কারা করেছে সেটি জানতে কোন তদন্তের প্রয়োজন নেই। পৌরসভার স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ থেকে পেয়ে যাবেন। তাই ২০১১ সালের আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নিয়ে থানা পুলিশের দায়িত্বশীলদের আহবান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।

সরকারের সে দায়িত্ব পালন করেন থানা পুলিশ। কিন্তু আমরা দেখেছি বিয়ানীবাজার সব সময় শ্রমিকরা নির্যাতিত হচ্চে, সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। এসব বন্ধ করতে আইনি প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর বিচার চাই।

মহান মে দিবস উপলক্ষে সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের শ্রমিকরা। বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অটোরিক্সা ট্রেড ইউনিয়ন ৭০৭ বিয়ানীবাজার দক্ষিণ বাজারের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং অটোরিক্সা ট্রেড ইউনিয়ন ২০৯৭ বিয়ানীবাজার দক্ষিণ বাজারের সাধারণ সম্পাদক আমান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী সাবেক উপজেলা যুবলীগ নেতা আলী হোসেন।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন অটোরিক্সা ট্রেড ইউনিয়নের পরিবহন শ্রমিকরা মাথায় লাল কাপড় বেঁধে অংশ নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ