আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

সাভারে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

মোঃ শামীম হোসেন:

সরকারী কর্মকর্তারা জনগণের সেবক তাদেরকে স্যার বলতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

রবিবার বিকেলে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন, মাঝে মাঝে সরকারী কর্মকর্তাদের নিয়ে কিছু বিছিন্ন ঘটনা ঘটে। তবে এসব ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকার খেয়াল রাখছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে নয় কিন্তু সরকার অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আইন সবসময় নিজস্ব গতিতে চলে।

এর‌আগে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে ফরহাদ হোসেন সংখ্যার দিক বিবেচনায় উক্ত ব্যাচকে বিশেষ ব্যাচ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি প্রশিক্ষণার্থীদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সরকারের সচিব) মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ কেন্দ্রের সকল এমডিএস, পরিচালকবৃন্দ এবং অন্যান্য অনুষদ সদস্য উপস্থিত ছিলেন।
এবার ৬ মাস মেয়াদি প্রশিক্ষণে ৬০৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ