আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

বীরগঞ্জে বিনামূল্যে পাটবীজ বিতরণ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে নির্বাচিত ২৫০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাট বীজ বিতরণ করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র, ১,২ ও ৪নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন ও যুবলীগ নেতা সাজু হায়দার।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র জানান, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৬শ কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে গিয়ে তালিকভুক্তদের মাঝে ১ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উল্লেখ যে, ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপজেলা অফিসার্স ক্লাবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ