আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

জাবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর:

জাহাঙ্গীরনার বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসন ভবন, হল সমূহ ও বিভিন্ন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ