আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

পেকুয়ায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসেনর অভিযান

দেলওয়ার হোসাইন,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বাজার মনিটরিং করার ধারাবাহিক অংশ হিসেবে কবির আহমদ চৌধুরী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখায় বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি ) জাহিদুল ইসলাম।

অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দামের জন্য বিভিন্ন মুদির দোকান,

খাবার হোটেল, মাছের বাজার, তরকারি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন পেকুয়া থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি ) জাহিদুল ইসলাম জানান জনস্বার্থ ও জনসচেতনার জন্য এ ধরনের অভিযান অব্যহত থাকবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ