আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

মোটরসাইকেল চালাতে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে মোটরসাইকেল চালানোয় নিষেধ করায় পরিবারের সাথে অভিমান করে শাহিন (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় সাভার পৌর এলাকার গেন্ডা কবরস্থানের পাশে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

মৃত শাহিন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চাপরাইল গ্রামের কাশেম মিয়ার ছেলে। তিনি বেসরকারি সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিনের বাবা কুয়েত প্রবাসী। বেশ কিছু আগে পরিবারের কাছে একটি মোটরসাইকেল আবদার করলে তাকে একটি মোটরসাইকেল দেয় পরিবার।

নানা ধরনের দুর্ঘটনার খবর শুনে শাহিনকে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে বলে পরিবার। এতে অভিমান করে শুক্রবার নিজের ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিচালক (এসআই) হারুন বলেন, মৃতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ  পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ