আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

হাতীবান্ধায় বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

লালমনিরহাট প্রতিনিধি:
রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধায় বাজার মনিটরিং করা হয়েছে।
বুধবার দিনব্যাপী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন  বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধুপায়ে ব্যাবসা করার কারনে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে  ২২৫০০ (বাইশ হাজার পাঁচশত) টাকা জড়িমানা করেছেন।
এসময় হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া বাজারে চিরার মিল এলাকায়  মুড়ির কারখানায় কেমিক্যাল মিশ্রিত উপাদান ব্যবহার, অপরিস্কার পরিবেশে মুড়ি উৎপাদনসহ অন্যান্য অপরাধে ২০ হাজার টাকা,
এবং দৈখাওয়া রোডে ২০০ এর অধিক প্লাস্টিকের বস্তায় চাউল রাখায় ১ টি আড়তে ২ হাজার টাকা ও  অন্য আরেকটি দোকানে  ৫ শত টাকা সহ
সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এবং ছোলা, চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য পন্যের দাম বেশি নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়েছে।  এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি)লোকমান হোসেন বলেন রমজান মাসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ