আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিস তথ্যে জানা যায়, চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে গাজীপুরের কালিয়াকৈরে ৪৪০টি ঘর নির্মাণ করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় ৩৮০টি ঘর ইতোমধ্যে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। বাকি ৬০টি ঘর বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬০টি ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী, ভূমিহীন পরিবারের সদস্য ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ