আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মহেশখালীর পাহাড় ও বন রক্ষায় সবাইকে উদ্যোগ নিতে হবে , মোঃ ইয়াছিন

মহেশখালী প্রতিনিধি:

আন্তর্জাতিক বন দিবস ২০২৩ উপলক্ষ্যে ,
মহেশখালীর পাহাড় ও বনাঞ্চল রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশের একমাত্র পাহাড়সমৃদ্ধ দ্বীপ উপজেলা মহেশখালীর বন,পাহাড় ও প্যারাবন সুরক্ষার দাবীতে ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস ২০২৩ উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন এর সামনে বাবুর দীঘির পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) , ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মহেশখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

২১ মার্চ মঙ্গলবার বিকাল ৩টার সময় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন । প্রধান অতিথি ইউএনও মোঃ ইয়াছিন বলেন, দ্বীপ উপজেলা মহেশখালীর কোথাও কোন ব্যক্তি বা প্রতিষ্টানে পক্ষ হতে পাহাড় কর্তন,

বৃক্ষ নিধন, বালি উত্তোলন করার সময় প্রশাসনকে দ্রুত অবিহিত করুন। জড়িত যে কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আহমদ , বাপা মহেশখালী শাখার সম্মানীত সদস্য ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার দাশ এর সভাপতিত্বে , মানববন্ধনে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি ও মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ ,

সাবেক সভাপতি জয়নাল আবেদীন,বাপাা মহেশখালী শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক সুব্রত দত্ত , স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালীর সদস্য জাহাঙ্গীর আলম , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী মহেশখালীর সভাপতি আব্দুস সালাম বাঙ্গালী ,

মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সালামত উল্লাহ , কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইব সজীব , বাপা মহেশখালীর সদস্য লিয়াকত আলী , সাংবাদিক মকছুদুর রহমান , সাংবাদিক এম তারেক রহমান , এনজিও কর্মী মাহাবুব আলম হান্নান ,

সংবাদকর্মী সাহাব উদ্দিন , এইচ এম করিম , বাপা মহেশখালী শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন মহেশখালীর পাহাড়, প্যারাবন সুরক্ষার মাধ্যমে জীববৈচিত্র্য ও জেনেটিক বৈচিত্র্য রক্ষার জন্য বন খেকো,পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বন বিভাগ ও উপজেলা প্রশাসন এর প্রতি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ