আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

আনোয়ারা সদরে এক ভবনে আগুন

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারা উপজেলা সদরে সুমন ভিলা নামে ব্যাণিজ্যিক একটি ভবনে ৫ তলায় মোবাইল টাওয়ার অগ্নিকান্ডেরঘটনা ঘটেছে । গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায় উপজেলা সদরে প্রবাসী সোনামিয়ার মালিকানাধীন ভবনের ৫ তলায় বাংলালিংক কোম্পানির মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর ভবনে বাড়ায় বসবাস করা ৩২ টি পরিবারের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আনোয়ারা ফায়ার সার্ভিস ষ্টেশনের দমকল কর্মীরা ২ ঘন্টার বেশী চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

টাওয়ারের ভোল্টেজ বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ বেলাল হোসাইন জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায় উপজেলা সদরে ৫ তলা বিশিষ্ট সুমন ভিলা নামের একটি ব্যাণিজ্যিক ভবনের ছাদে বাংলালিংক টাওয়ারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার বেশি প্রাণপাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রথমিকভাবে ধারণা করছি টাওয়ারের বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান জানান, আগুন লাগার ঘটনা শুনেছি, তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ