আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা সিরাজ উদ্দিন

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবেে মহামারী রুপ নিয়েছে। এপর্যন্ত সারাবিশ্বে দুই লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটেছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়েছে ত্রিশ লাখ লোক। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার লোক, প্রাণহানি ঘটেছে ১৫২ জন লোকের।
করোনার কারণে বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে। সবাই ঘরবন্দী কর্মহীন অসহায় হয়ে পড়েছে।
করোনা কালে এমন পরিস্থিতিতে ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সুন্দর বুদ্ধিদিপ্ত ভাবে কাজ করে যাচ্ছেন করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে ঘরমুখো কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের ধামরাই উপজেলার মানুষের জন্য। ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র নির্দেশ অনুযায়ী ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ ধামরাই উপজেলার সকল ইউনিয়নে করোনার কারনে কর্মহীন ঘরবন্দী হতদরিদ্র অসহায় ও দূর্যোগগ্রস্থ, মানুষের খাদ্য সামগ্রী খুব সহজেই পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে।
দুইটি কন্ট্রোল রুম করেছেন সেবা পৌঁছে দিতে।
১একটি জোন ভাইস চেয়ারম্যান কার্যালয় স্থান (ধামরাই উপজেলা প্রাঙ্গন,চেতনা ৭১ভবন)।
২য় জোন হিসেবে, তার নিজের প্রতিষ্ঠিত বৈন্যা নবজাগরনী সংঘ ক্লাব ( স্থান – বৈন্যা গ্রাম)।
১.ধামরাই উপজেলা কন্টোল রুম হতে আশেপাশের সব ইউনিয়নের সেচ্ছাসেবী ও নিজে পৌঁছে দিচ্ছেন এসব খাদ্য সামগ্রী।
২য়.কন্ট্রোল রুম ধামরাই উপজেলার মাঝামাঝি জায়গা অবস্থিত বৈন্যাতে, তাই অন্যান্য বাকি ইউনিয়নে একই ভাবে সেচ্ছাসেবী ও নিজে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
এভাবে তিনি ১৬টি ইউনিয়নে খুব অল্প সময়ে ও অতি সহজেই পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
আসলে সমন্বয় ও বুদ্ধিদৃপ্ত ভাবে কাজ করলে তা সুষমভাবে বন্টনের মাধ্যমে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেয়া যায় অনায়াসে।
মানুষের প্রতি নিবিড় ভালবাসা মমত্ববোধ থাকলেই এ’কাজ করা সম্ভব। সকাল থেকে রাত অবধি ত্রাণ নিয়ে অসহায় হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী মানবতার ফেরিওয়ালা ছাত্রনেতা থেকে জননতা হওয়া ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ