আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা মানবিকগুণ সম্পন্ন চিকিৎসক

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সহ সাধারণ রোগী থেকে শুরু করে করোনা রোগী, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে নমুনা সংগ্রহ করে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ, প্রেরিত নমুনা পরীক্ষার রুপোর্ট সংগ্রহ করে ফলাফল এর অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ।
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তদের ও তাদের সংস্পর্শে আসা লোকদের জন্য প্রয়োজনীয় হাসপাতাল প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করে দায়িত্বশীল প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা।
এরই মধ্যে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এর সার্বিক সহযোগিতায় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগরের পরিত্যক্ত হাসপাতালকে করোনায় আক্রান্তদের জন্য ব্যবহারের প্রস্তুত করে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করে চিকিৎসা ব্যবস্হা চালু রেখেছেন সেই সাথে মানণীয় এমপি সাহেব এর নির্দেশ অনুযায়ী আরেকটি করোনা চিকিৎসা কেন্দ্র করার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ডাঃ ব্যক্তিমালিকাধীন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক প্রস্তুতি গ্রহন করে রেখেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহনা জেসমীন মুক্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা নূর রিফফাত আরা।
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে গণমাধ্যম কর্মীদের সহায়তা করে যাচ্ছেন প্রতিনিয়ত এ’স্বাস্হ্য কর্মকর্তা।
উল্লেখ্য গত ২৫ শে এপ্রিল শনিবার দিন- রাত বিরামহীন ভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে রাতে বাসায় ফিরে নিজের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমনি সময় একটা ফোন আসলো হাসপাতালে আসা নতুন করোনা কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত রোগীর ম্যাডাম আমার খাবার লাগবে, আমি কি খাব। তৎক্ষনাৎ তখন রাত বারটা হবে মানবিকগুণ সম্পন্ন চিকিৎসক নিজে ক্ষুূধার্ত থেকেও নিজে না খেয়ে নিজের খাবার পাঠিয়ে দিলেন তিনি হলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ