আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

চাঁদপুরে বজ্রপাতে মাঝির মৃত্যু

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে বজ্রপাতে রোববার দুপুরে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা মাঝির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে।

মধ্য ইচুলি শেখ বাড়ির মৃত রুস্তম আলী শেখের ছেলে আঃ হামিদ শেখ (৬০) তিনি ২ মেয়ে ১ ছেলের জনক।

নৌকার মাঝিরা জানায়, আঃ হামিদ শেখ ঢালির ঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাযোগে যাত্রি পারাপার করতো। সে নদী পার হয়ে নিজ বাড়ির উউদ্দেশ্যে আসছিল। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তা আঃ হামিদ শেখের উপর পরলে সে নদীতে পরে যায়।আশে পাশে নদীতে থাকা মাঝিরা তা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্হানীয় লোকজন চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়।

নৌ ফায়ার সার্ভিসের লিডার মোসলেম মিয়াজি জানান, মাঝিদের দেখানো স্হানে ডুবুরি আমিনুর রহমান ডাকাতিয়া নদীতে নেমে প্রায় ৩০ ফুট গভীর পানির তলদেশ থেকে আঃ হামিদ শেখের লাশ উদ্ধার করে। মৃত আঃ হামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। যার কারণে সে নদীর পানিতে পরে তলিয়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ