আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

প্রিয় মাতৃভূমিতে আনা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারের মরদেহ

আলম শাওন, বিয়ানীবাজার :

বাঙালি জাতির ত্রাণকর্তা হিসাবে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস সম্মুখ সমরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হলেও মৃত্যুর কাছে হার মানলেন বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বাবুল আক্তার।

প্রয়াত এ মুক্তিযোদ্ধার মরদেহ দেশে আনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। গত সোমবার সকালে বার্ধ্যক্য জনিত কারনে তিনি কানাডায় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন,

কানাডা থেকে তাঁর দুই সন্তান পিতার মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইমিগ্রেশন সংক্রান্ত কোন ধরনের জটিলতা সৃষ্টি না হলে আগামী রোববার রাতে বিয়ানীবাজারে কসবা গ্রামে তাঁর নিজ বাড়ীতে মৃতদেহ পৌছাবে বলে আশা প্রকাশ করেছেন দেশে বসবাসরত তাঁর স্বজনরা।

রবিবার রাতে লাশ বাড়িতে পৌছালে সোমবার বাদ জোহর কসবা কেন্দ্রীয় জামে মসজিদে উনার জানাজার নামাজের জন্য সম্ভব্য স্থান নির্ধারন করা হয়েছে। তবে মৃতদেহ দেশে আসার পরে জানাজার নামাজের স্থান ও সময় চুড়ান্ত করা হবে।

এদিকে,গত সোমবার জাতির এই শ্রেষ্ট সন্তানের মৃত্যুর খবরে নিজ গ্রামসহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর সংবাদ শুনে শুভাকাঙ্ক্ষীরা পরিবারে সদস্যদের সাথে দেখা করে শোক ও সমবেদনা প্রকাশ করেন এছাড়া উপজেলার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গসহ বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু,

নিউইয়র্ক সিটি আওয়ামী যুবলীগের আহবায়ক রেজাউল আলম অপুসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ