আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগমারায় আ.লীগের প্রস্তুতি সভা

আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি:

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া বাজারে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন পিপি।

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমের মধ্যে দিয়ে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে প্রাণের সঞ্চার ঘটবে। উজ্জীবিত হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বাগমারার মানুষ বুঝে গেছে আওয়ামী লীগ সরকার দেশের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে।

আগামী ২৯ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করতে হবে। দেশবাসীকে দেখিয়ে দিতে হবে রাজশাহীর মানুষ মুজিব সৈনিক। তারা আর নৌকার বাইয়ে যেতে চাই না।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এই জনসভা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান অতিথি।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগের অধ্যাপক আব্দুস সামাদ,

রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক,

বাগমারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোসলেম আলী।আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের,

আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আনিসুর রহমান,

উপজেলা আওয়ামী ও যুবলীগের সদস্য মমিনুল ইসলাম মাসুম, আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম।গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,

শুভডাঙ্গা ইউনিয়ন ছাএলীগের আহবায়ক আঃ হান্নান, আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাসুদ, শাকিল, উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ও আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ