আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পেকুয়ায় অবসর প্রাপ্ত গুনী শিক্ষদের সম্মানে শিক্ষা উৎসব অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি,কক্সবাজার ;

কক্সবাজারের পেকুয়ায় অবসর প্রাপ্ত গুনী শিক্ষদের সম্মানে শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের উদযোগে বর্ণাঢ্য আয়োজনে এ শিক্ষা উৎসব ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী এফ এম সুমনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেন, সাংবাদিক এস এম হানিফ, মাষ্টার মোহাম্মদ ইউসুফ।

সংবর্ধিত গুণীজনদের মাঝে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, এ এম এম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহম্মদ, মোহাম্মদ রুহুল আমিন ও দলিল আহম্মদ।

এসময় গুণীজনদের সম্মাননা স্মারক ও উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্টানের ৪৪ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দল তাদের নানান পরিবেশনায় মুগ্ধ করেন আগতদের।

এসময় ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক, উপদেষ্টা, সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের এই মহতি আয়োজনের জন্য পরিচালকদের ধন্যবাদ জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ