আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে মা সমাবেশ অনিষ্ঠিত হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ হয়েছে। ছাত্র,শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সব শিক্ষার্থীর মায়ের অংশগ্রহণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ ঘটিকায় আহসানগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত এ মা সমাবেশে বিদ্যালয়ের এসএমসির সভাপতি নাহিদ ইসলাম বিপ্লরে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

বিশেষ অতিথি ও উদ্বোধক সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাশ নেপোলিয়ন বোনাপার্টের প্রখ্যাত উদ্ধৃতি তুলে ধরেন। তিনি বলেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব।

তিনি আরো বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আবার একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরোকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুরুর আলম, সহকারী শিক্ষা অফিসার হারুন উর রশিদ, সহকারী শিক্ষক সোলাইমান আলীসহ শিক্ষক ও অভিভাবকরা।

শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদ আরা বেগম লিপি বলেন, একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন করতে পারে।

একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে।

প্রতিটি সন্তান সঠিক গাইড দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, সন্তানের বড় হয়ে ওঠা তার বুদ্ধির বিকাশ মানসিক গঠন যথাযথভাবে হওয়ার জন্য মাতা-পিতার যত্ন আদর ভালোবাসা মায়া-মমতা একান্ত প্রয়োজন।

কারণ শিশুর জন্য তার শৈশবকাল অত্যন্ত অসহায়ের সময়। পরে অভিভাবকদের মধ্যে খেলাধুলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ