আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ ২ জঙ্গি, অস্ত্রসহ  গ্রেফতার

সাজন বড়ুয়া কক্সবাজার,কক্সবাজারঃ

ভোর তখন ঠিক ৫টা,সকাল থেকে পুরো ক্যাম্পজুড়ে যেন থই থই করছে র‍্যাব আর র‍্যাব,খবর আছে ক্যাম্পে গোপনে অবস্থান করছে জঙ্গি সদস্যরা।

অভিযানে শুরু হতে না হতে জঙ্গি সদস্যরা র‍্যাবের উপস্থিতি ঠের পেয়ে র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়ে জঙ্গির উদ্দেশ্যে,

এভাবে দীর্ঘ ৭ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর আটক হয় নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কী এর শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাশেকুর রহমান ওরফে রনবীর এবং আরেক জঙ্গী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার।

অভিযানকালে দেশী-বিদেশী অস্ত্র,গোলা-বারুদসহ নগদ আড়াই লাখ টাকার বেশি উদ্ধার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার মঈন বলেছেন গত আগস্ট মাসে কুমিল্লা থেকে আটজন তরুণ তথাকথিত হিজরতের নামে স্বেচ্ছায় নিখোঁজ হয়,

সে তরুণদের খুজতে গিয়ে এই নব্য জঙ্গি সংগঠনের তথ্য বের হয়ে আসে,এখনও পর্যন্ত এই জঙ্গি সংগঠনের ৩৮ জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‍্যাব।এছাড়া বিচ্ছিন্নতাবাদী আরও ১৪ জনকেও আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানা যায় নব জঙ্গী সংগঠনের সেকেন্ড ইন কমান্ড মানিক ও শাওনসহ ৭জন বান্দরবান থেকে আটকের পরপর ক্যাম্পে এসে নিরাপদ আশ্রয় গড়ে তুলতে চেয়েছিল জঙ্গী রনবীর,

সে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়,এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের ফাঁদে ফেলে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে নানান কাজ করে যাচ্ছে এই জঙ্গি সংগঠন তিনি আরও বলেন হিজরতের কথা বলে নিখোঁজ ৫৫ জনের তালিকায় নাম আছে এদেরও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ