আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাণীনগর হরিশপুরের রাস্তার বেহাল অবস্থা

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর হরিশপুরের রাস্তার গুলোর বেহাল অবস্থা৷নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়ন ৯ ওয়ার্ড হরিশপুর বিশ্ব বাদ থেকে নামা হরিশপুর পর্যন্ত বিলের রাস্তা ও বিলের ধারের রাস্তা গুলো বেহাল অবস্থা৷

বন্যাকবলিত এলাকা প্রতিদিন পথটি পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় ছাত্র-ছাত্রী ও এলাকার হাজার হাজার মানুষকে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্য স্থানে।

বর্ষা মৌসুমে যে কর্দমাক্ত রাস্তায় হাঁটার কথা শুনলে চোখে পানি চলে আসে পথচারীদের।
যেই কাঁদার স্থানে আসলে পার হওয়ার সময় খানিকটা সময়ে দাঁড়িয়ে ভাবেন পথিক;কিভাবে পার হওয়া যায়।সেই কর্দমাক্ত রাস্তাটিতে পথচারীদের ভোগান্তি কমাতে মানব সেবাই এগিয়ে আসলেন স্থানীয় মেম্বার
মোঃ মমতাজ আলী প্রাং

সহ গ্রামের জনসাধারণ
মোঃ ছয়ীর সরদার, মোঃ মোসাদ্দেক আলী মৃধা,রেজাদুল ইসলাম প্রাং, আমজাদ হোসেন প্রাং, মকসেদ আলী প্রাং,আবদুল মান্নান প্রাং,মীর হোসেন সরদার, সাইফুল ইসলাম প্রাং,আলতাফ আলী প্রাং,ইছাহক আলী খাঁ,শ্রী গৌতম ঘোষ,সনজয় ঘোষ,উজ্জ্বল ঘোষ,মাধপ কুমার পাল প্রসান্ত পাল মাস্টার৷

রাস্তাটি একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ও যায়গায় যায়গায় মিনি পুকুরে পরিনতি হয়।

বিশেষ করে বরো মৌসমে জমিন থেকে কৃষক ধান খেত থেকে কৃষক বাড়িতে নিয়ার সময় কৃষকের কান্দন এসে যায় রাস্তাটির বেহাল অবস্থার কারণে৷ সকল জনগণের একটা দাবি রাস্তার মধ্যে কয়েকটি ব্রিজের প্রয়োজন ব্রিজ হলে বর্ষা মৌসুমে বিলের পানি পারাপার হলে সকল জনগণ সারা বছর যাতায়াত করতে পারবে৷

বহুবছর ধরে রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর থাকলেও জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ এগিয়ে আসেননি।
তাই মোঃ মমতাজ আলী প্রাং বর্তমান নাম্বার

নিজ উদ্যোগ স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি.মহোদয়ের নিকট গ্রামের সকল জনগনের জোর দাবি এই রাস্তাটি ও কালভাট ব্রিজ টি করে দিবার জন্য৷ এতে গ্রামের হাজার হাজার মানুষের অনেক সুবিধা হবে।

শুধু জনগণের কথা ভেবে এবং পরামর্শক্রমে রাস্তাটি সংস্কারের দাবি জানায় এমপি মহোদয়ের কাছে ৯ ওয়ার্ড ম্যাম্বর মোঃ মমতাজ আলী ৷

এই রাস্তার বিষয় জানালে সে তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকার জনগণের ধারনা৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ