আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নওগাঁয় কৃষকের জমির ধান কেটে দিলেন জেলা যুবলীগের নেতাকর্মি

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

 

 

নওগাঁয় ধান কাটা শ্রমিক সংকটে পড়া এক কৃষকের প্রায় ১একর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের কাঠখইর মাঠের কৃষক রহিমুদ্দীনের ও আবুল কাজীর প্রায় এক একর জমির ধান এলাকার যুবলীগের প্রায় ৩৫জন নেতাকর্মীদের নিয়ে ধান কেটে মাড়াই শেষে কৃষকের বাড়িতে পৌছে দেন।
এদিকে কৃষক তার জমিতে পাকা ধান কাটা নিয়ে সংকায় থাকলেও যুবলীগের এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলেন- করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না চাষীরা। এমন সময় যুবলীগের নেতাকর্মীরা এসে তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া তারা খুব আনন্দিত।

এসময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা যুবলীগ নেতা মানিক রায়, আহসানুল হক, শামীম, নুরুজ্জামান, প্রিন্স, মাসুদ, সোহাগ, রনি, হাসাইগাড়ী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক বিমান কুমারসহ যুবলীগের প্রায় ৪০জন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ