আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পেকুয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া, কক্সবাজার ;

কক্সবাজারের পেকুয়ায় দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই প্রদর্শনী শুরু হয়। এতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে মুল প্রবন্ধ পাঠ করেন, দেশের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চপল কুমার রায়৷

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভুমি মোঃ জাহিদুল ইসলাম,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়। এতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর গবেষণা কর্মকাণ্ড নিয়ে ধারণা দেয়া হয় এবং নানান উদ্ভাবনী কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের স্থানীনভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করা হয়৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ