আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

সামাজিক দুরুত্ব বজায় রেখে আশুলিয়ায় স্কুল এন্ড কলেজ মাঠে কাঁচাবাজার

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

সামাজিক দুরুত্ব বজায় রেখে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে কাঁচাবাজারে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাইদুর রহমান এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট। গত ১৪ তারিখ সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত অস্থায়ী কাচাবাজারে ব্যবসায়ীরা ব্যবসা করছে।

মহামারি করোনার প্রাদুভার্ব যত দিন থাকবে ততদিন কাচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে পরিচালিত হবে। জনস্বার্থে প্রতিদিন সকাল ৮ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত কাচাবাজার খোলা থাকবে।

আশুলিয়া কাঁচাবাজারের ইজারাদার জসিম উদ্দিন পিন্টু মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না। এই কাঁচাবাজারে প্রতিদিন ৪ থেকে ৫ শত দেকান বসে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ