আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ , অসহায় ও বয়ষ্ক মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের মোঃ তোজাম্মেল হক ডাবলু নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের দুস্থ অসহায় ৫২ পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেন।

করোনা পরিস্থিতির কারণে গ্রামের কর্মহীন হয়ে পড়াদের মাঝে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল ,দুই কেজি আলু ও এক কেজি তেল,হাফ কেজি চিনি ও হাফ কেজি ছোলা রয়েছে ইত্যাদি। অভাবের মাঝে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন মানুষগুলো।

ঐ গ্রামেরে আব্দুর রহিম কালুসহ অন্যরা জানান, কোনো কাজ নেই, কর্মহীন অবস্থায় বসে আছি। বাড়িতে খাবার সংকট দেখা দিয়েছে। এর মাঝে তোজাম্মেল হক ডাবলু যে সহায়তা দিল তাতে আমরা খুশি।
এব্যপারে তোজাম্মেল হক ডাবলু বলেন, ‘গ্রামের নিম্ন আয়ের দরিদ্র মানুষগুলোর অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে বয়স্করা খুবই বিপদে পড়েছে। এবং আগামী কাল থেকে রোজা, তাই মানবিক দিক বিবেচনা করে আমি ক্ষুদ্র সহায়তা নিয়ে নিজ গ্রামের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের অন্যান্য বিত্তবান মানুষ এগিয়ে আসবেন।’এ সময় উপস্থিত ছিলেন ঐ গ্রামের মোজ্জাম্মেল হক, আব্দুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ