আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

উৎপাদন খরচ জোগা‌ড়ে চি‌ন্তিত, বো‌রো আ‌বা‌দে মা‌ঠে কয়রার চা‌ষিরা

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক খুলনাঃ

বোর চাষে মাঠে নেমেছে কয়রার কৃষকরা। অধিকাংশ বিলে আমন ভালো হলেও বেশ কিছু স্থানে উৎপাদন খরচও উঠেনি। এখনও আমন কাটা শেষ হয়নি। অনাবৃষ্টি অতিবৃষ্টি, ডিজেল সার,শ্রমিকের দাম ।

বৃ‌দ্ধি‌তে এবার আমন চা‌ষে বেগ পে‌তে হ‌য়ে‌ছে কয়রারচা‌ষি‌দের।
বোরো চাষিরা আমনের ক্ষতি
পুষিয়ে নিবে বলে আশা করছে
কেউ বীজতলা প্রস্তুত কর‌ছে। আবার কেউ জ‌মি‌তে চারা রোপ‌নের কাজ সম্পন্ন ক‌রে‌ছে।

কৃষক‌দের বো‌রো আবা‌দে আগ্রহ বাড়‌লেও ডি‌জেল- বীজ-সার-শ্রমি‌কের দাম বৃ‌দ্ধি‌তে উৎপাদন খরচ জোগা‌ড়ে হিম‌সিম খে‌তে হ‌চ্ছে। পুরো মৌসুমের খরচ নিয়ে চিন্তিত তারা।

স‌রেজ‌মিন কয়রা উপ‌জেলার বাগালী ইউনিয়নের বামিয়া বি‌লে গিয়ে যে‌য়ে দেখা যায়, ৪/৫ জন কৃষক তারা বলেন এ বছর প্রথম বো‌রো আবা‌দের জন‌্য জ‌মি‌ প্রস্তুত কর‌ছে। তা‌রা ১৫/২০ দিন পূ‌র্বে বীজতলায় বীজ বপন ক‌রে‌ন।

কথা হয় চা‌ষি জিএম ইসমাঈল হো‌সে‌নের সা‌থে। তি‌নি ব‌লেন, আমাদের ১৬ বিঘা জ‌মি র‌য়ে‌ছে। অনাবৃ‌ষ্টির প‌রে অ‌তিবৃ‌ষ্টি‌তে আমন খুব বে‌শি ভা‌লো হয়‌নি। বিঘা প্রতি ১০/১২ মণ আমন ধান পে‌য়ে‌ছি। গত বছর পা‌শের বি‌লে বো‌রো ধান ভা‌লো হ‌য়ে‌ছিল।

এবার তিন লাখ টাকা ব‌্যয়ে বো‌রিং মে‌শিন ব‌সি‌য়ে প্রথম বো‌রো চা‌ষ কর‌তে‌ছি। মে‌শিনের পা‌নি দি‌য়ে একশ’ বিঘা জ‌মি‌তে বোরা চাষ করা যা‌বে। সি‌কি (চার ভা‌গের এক ভাগ) ধান আমা‌কে দি‌বেন এই শ‌র্তে অন‌্যদেরও পা‌নি দি‌চ্ছি।

সেখা‌নে কথা হয় ৬ কি‌লো‌মিটার দূ‌রবর্তী জয়পুর গ্রা‌ম থে‌কে আসা র‌বিউল ইসলা‌মের সা‌থে। তি‌নি ব‌লেন, আমা‌দের এলাকায় নোনা পা‌নি থাকায় ধান হয় না। এজন‌্য এই বি‌লে বিশ হাজার টাকা হা‌রি‌তে ৫ বিঘা জ‌মি নি‌য়ে ‌বো‌রো চাষ কর‌তে‌ছি।

এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এম‌নি‌তেই উৎপাদন খরচ জোগাড় কর‌তে হিম‌সিত খে‌তে হ‌বে। হাই‌ব্রিডে খরচ ও ঝুঁকি আরও বে‌শি। কৃ‌ষি অ‌ফি‌সের কোন সহ‌যোগীতা পাইনা। এজন‌্য মাত্র এক বিঘা জ‌মি‌তে হাই‌ব্রিড ধান আর বা‌কি চার বিঘায় উফ‌সি জা‌তের ধান লাগা‌বো।

একই উপ‌জেলার প‌শ্চিম মহারাজপুর বি‌লের চা‌ষি নূর ইসলাম জানান, ১৬ টাকার সার এখন ২৫ টাকায় কিন‌তে হ‌চ্ছে। এক বিঘা জ‌মি‌তে পা‌নির জন‌্য খরচ দি‌তে হ‌চ্ছে চার হাজার টাকা।সব‌মি‌লে বিঘা প্রতি ১৪/১৫ হাজার টাকা খরচ হ‌বে। উৎপাদন খরচ জোগাড় কর‌তে হিম‌সিম খে‌তে হ‌চ্ছে।

মহারাজপুর ইউ‌নিয়‌নের গ্রাজু‌য়েট গ্রা‌মের এয়াকুব আলী ব‌লেন, ক‌য়েকবছর ধ‌রে এক বিঘা জ‌মি‌তে বোরো ধান চাষ ক‌রি। ফলন স‌ন্তোষজনক হয়। এবার কৃ‌ষি অ‌ফিস থে‌কে চার কে‌জি বীজ ও সার পে‌য়ে‌ছি। জ‌মি‌তে ধান রোপন শেষ হ‌য়ে‌ছে।

উপজেলা কৃষি অফিস সূএে জানাগেছে, চলতি বছরের ৪৮৫০ হেক্টর জমিতে বোর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কয়রা উপ‌জেলার কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত অসিম কুমার দাশ ব‌লেন, সরকা‌রি প্রণোদনা পে‌য়ে ও নি‌জে‌দের প্রয়োজ‌নে চা‌ষি‌দের আগ্রহ বে‌ড়েছে। ই‌তোম‌ধ্যে ৩৫ হেক্টর জ‌মি‌তে চাষ সম্পন্ন হ‌য়ে‌ছে।আশা কর‌ছি এ বছর লক্ষ‌্যমাত্রার চে‌য়ে বে‌শি জ‌মি‌তে বো‌রো আবাদ হ‌বে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ