আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

শাহরাস্তিতে উপজেলা স্কাউটের বিনামূল্যে সবজি বিতরণকে ঘিরে নানামুখী প্রসংশা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের শাহরাস্তির ঠাকুরবাজারে স্কাউটের সদস্যদের বিনামূল্যে সবজি বিতরণের উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে প্রশংসা চলছে।
কর্মহীনরা তাদের থেকে টমেটো, মিষ্টি কুমড়া,শসা,পুঁই শাক, মরিচ, করলা সহ নানান সবজি সংগ্রহ করে এই প্রশংসা ছড়াচ্ছেন।২২ ও ২৩ শে এপ্রিল বুধবার ও বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়,সকাল থেকে বিকাল পর্যন্ত বাজার চলাকালীন সময়ে শত শত লোক বিনামূল্যের এসব সবজি প্রয়োজনের তাগিদে সংগ্রহ করছেন।
তবে গণজামায়েতরোধে এটি মনিটরিংয়ে রয়েছেন শাহরাস্তি উপজেলার স্কাউট ও রোভার স্কাউটের সদস্যবৃন্দের ১৩ সদস্যের একটি চৌকস টিম।
বিনামূল্যে সবজি পেয়ে আনন্দে আত্মহারা বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান,ঠাকুরবাজারে নির্দিষ্ট স্থানে যে কেউ চাইলে তাদের পছন্দমতো বাজার বিনামূল্যে এখান থেকে নিতে পারবেন।তাদের বিনাশ্রমের এই জনকল্যাণমূলকমুখী কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি।কেননা তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রকৃত দামের চেয়ে বেশি দামে সবজি সংগ্রহ করছে।আর নিজেরাই সবজিগুলো মাঠ হতে সরাসরি তুলে এনে সরাসরি গ্রাহকদের নিকট পৌঁছে দিচ্ছে।
এদিকে এ প্রশংসনিয় উদ্যোগটিতে শাহরাস্তির রোভার স্কাউট সদস্য মো. নূরুন নবী, ইব্রাহীম খলিল এবং উপজেলা স্কাউটের সদস্য কাজীম,সাকিব,মাহিন, ইকরাম,রুবায়েত, রাহাত,অর্জুন, তামিম, মোশারফ, সজীব মোট ১৩ জনের টিম কাজ করছে।
এব্যপারে তাদের সাথে পৃথকভাবে কথা হলে তারা জানান,বুধবার(২১শে এপ্রিল) থেকে আমরা এ কার্যক্রমটি শুরু করেছি।
আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন ঠাকুর বাজারের কতিপয় ব্যবসায়ীরা।আমরা এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে চাই।
এজন্য সুধীমহল সহ বিত্তবানদেরকে আমাদের সহযোগিতা করতে অনুরোধ করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ