আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

শ্রদ্ধা নিবেদন করতে পেরে উচ্ছ্বসিত তারা

সাভার প্রতিনিধি :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শারিরীক অক্ষমতা নিয়ে হুইলচেয়ারে করে কাঁক ডাকা ভোরে তারা ছুটে এসেছেন একদল প্রতিবন্ধী। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে পেরে উচ্ছ্বসিত তারা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সকাল ৮টার দিকে সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ২৫ জন শারিরীক প্রতিবন্ধী হুইলচেয়ারে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিবন্ধী তানজিলা আক্তার বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর মাধ্যমে আমরা বিজয় পেয়েছি।

স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা। এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। নিজের চোখে অনেক মানুষের বিজয় উদযাপন দেখে মন খুশিতে ভরে যাচ্ছে।

সিআরপির হেড অফ সোস্যাল ওয়ারফেয়ার মো. শফিউল্লাহ বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা স্মৃতিসৌধে এসেছি। প্রতি বছরেই আমরা রাষ্ট্রীয় এই প্রোগ্রামে এখানে আসি।

এরই ধারাবাহিকতায় আমরা এখানে অংশগ্রহণ করেছি। আর এখানে প্রতিবন্ধী শিশু-কিশোররা আসতে পেরে অনেক খুশি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ