খান ইমরান
পৃথিবীর প্রায় সকল রাষ্ট্র করোনা ভাইরাসের কারণে আজ লকডাউন বাংলাদেশও তার ব্যতিক্রম নয় । সারাদেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে । মানুষ শহর থেকে ছুটছেন গ্রামের দিকে । প্রতিনিয়ত করোনা ভাইরাসের ছোবলের আক্রান্ত হচ্ছে শত শত মানুষ ।
মৃত্যুর মিছিল যেনো কোনভাবেই থামানো যাচ্ছে না, প্রথম দিকে মানুষ কিছুদিন ঘরে থাকলেও এখন অসংখ্য অযুহাত দেখিয়ে রাস্তা নামতে শুরু করেছে যা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীরা হিমশিম খাচ্ছে । এদিকে শহর থেকে আসা মানুষ কোন কিছুই পরোয়া না করে গ্রামের বাজার গুলোতে চায়ের আড্ডা বসিয়ে মানুষের গন জামায়াতে করছে ।
শায়েস্তাবাদ বাজার,চুরামন বাজার,রামকাঠী বাজার,কামারপাড়া বাজার,
দখিন পানবাড়িয়া বাজার,চরআইচা বাজার, হলতা বাজার, রানীর হাট সহ প্রায় সকল হাটের চিত্র একই রকমেরে দেখা গেছে । এ যেন ফিরে পাওয়া করোনা উৎসব। দেশে যখন করোনা ভাইরাসে দিশেহারা মানুষ তখনই কেউ কেউ মনের আনন্দে রাতের আধাঁরে বনভোজনের মত অনুষ্ঠান করে একাধিক লোকের গন জামায়াতে করছে । স্থানীয় ও ব্যবসায়ীরা জানান , এ করোনা ভাইরাসের মহামারির সময় গ্রামের ভিতরে এ ধরনের অপ্রীতিকর বনভোজন অনুষ্ঠান আয়োজনের ফলে এ ভাইরাস আরো ছড়িয়ে দিচ্ছে কিছু অসচেতন যুবকেরা ।
দল বেদে রাস্তা রাস্তা ঘুরে চলচ্ছে তারা । তাদের এমন আচারনে ক্ষুব্ধ গ্রামাঞ্চলে সাধারণ মানুষ। অন্যদিকে প্রতিদিন যে তুলনায় বেচাকেনা হত তার চেয়ে এখন প্রায় তিন গুণ বেচাকেনা বেড়ে গেছে যেখানে মানুষ ঘরের ভিতরে থাকার কথা সেখানে তারা বাজারে ভিড় জমি পন্য ক্রয় করে আডায় দিয়ে সময় কাটাচ্ছে বলেও ব্যবসায়ীরা জানান । পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে জনগনের সেবক হিসেবে সব সময় কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা । সাধারণ জনগনকে সব সময় ঘরে থাকতে বলা হচ্ছে।। এবং কোথাও মানুষের গন জামায়াতের সৃষ্টি হলে সেখানেই আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান ।