আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ইয়ারপুর ইউনিয়নে উপনির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র জমা

সাভার প্রতিনিধি :

আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে।

গতকাল বৃহস্পতিবার ছিলো জমা দেওয়া শেষ তারিখ। আগামী ২৯ শে ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ।

সাভার উপজেলা রির্টানিং কার্যালয়ে থেকে জানানো হয় মোট ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর সকালে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।

১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা,

এবং স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু , বকুল ভূইয়া,

আকবর হোসেন মৃধা, বিএনপির সমর্থিত দেলোয়ার সরকার, মিনি আক্তার, জিল্লা রহমান, জাতীয় পার্টির আল কামরান, আবুল হোসেন, আব্দুর রহমান, মজুল হক।

স্থানীয়রা জানান আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচন জমে উঠেছে তার কারন বলেন আওয়ামী লীগেরে একজন নৌকা প্রতীক নিয়ে আরেকজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে এদের দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩শত ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন।
তিনি আর বলেন সুষ্ঠু নির্বাচন করতে তারা কাজ করে যাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ