আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান তমিজ উদ্দিন এর প্রায় ছয় শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনা নভেন (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অঘোষিত লকডাউন পালিত হচ্ছে। ঘোষণা করা হয়েছে একমাসেরও অধিক সাধারণ ছুটি। এ’সময় অতি জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরে বাহিরে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় করোনার কারণে কর্মহীন হওয়া অতিদরিদ্রদের মাঝে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন তার ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দশ হাজার অসহায়, দুস্থ ও নিম্ম আয়ের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বাড়ি বাড়ি প্রতিনিধি দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রী হলো- ৫ কেজি চাউল,১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ প্যাকেট লবন, ১টি সাবান সহ সবগুলো খাদ্য উপকরণ ব্যাগে প্যাকেটজাতকরন করে চার হাজার হতদরিদ্র ও করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী বাড়িতে অবস্হান করার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় প্রায় দশ হাজার পরিবারের মাঝে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সকালে ধামরাই পৌরসভার ঢুলিভিটায় ডি-লিংক পরিবহন সহ অন্যান্য পরিবহন শ্রমিকসহ প্রায় ছয়শতাধিক শ্রমিকদের মাঝে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন এর নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ’সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ডি-লিংক পরিবহন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (রতন), পরিবহন নেতা মঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান (স্বপন) ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন এর সহোদর ভাই মোঃ আরিফুল ইসলাম আরিফ।
ত্রাণ বিতরণ কালে মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন ধামরাই পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় দশ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলমান আছে। ধামরাই উপজেলার পৌরসভা সহ ১৬টি ইউনিয়নে আমাদের প্রতিনিধিগন সরজমিনে গিয়ে এখনো তালিকা প্রস্তুত করছে। সে অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ