আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নোবিপ্রবিতে ফুটবল আর ভলিবলে জোড়া চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

রাকিব হাসান, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইংরেজি বিভাগকে টাইব্রেকারে ৩-১গোলে হারিয়ে শিরোপা জিতেছে সমাজবিজ্ঞান বিভাগ।

৩০ নভেম্বর(বুধবার) নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৩টায় মাঠে মুখোমুখি হয় দু’দল।
খেলার নির্ধারিত সময়ে দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও গোল পায়নি কোনো দলই। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে সমাজবিজ্ঞান বিভাগের গোলরক্ষক দারুণ নৈপুণ্যে ৩-১ গোলে জয় পায় সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞান বিভাগের গোলকিপার
আশরাফ হোসেন ইমন ঠেকিয়ে দেন প্রতিপক্ষের দু-দুটি শট।

তার হাতেই উঠে প্লেয়ার অফ দ্যা ফাইনালের পুরষ্কার।
অপরদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রবিউল আওয়াল পিয়াস।

টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরষ্কার পান ইংরেজি বিভাগের রকি বাবু।টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোল দাতার পুরষ্কার পান সমাজবিজ্ঞান বিভাগের পিয়াস ও রাজন।

সমাজবিজ্ঞান বিভাগের অধিনায়ক ফাইয়াজ আহমেদ বলেন,দূর্দান্ত এই টিম নিয়ে আমরা সবাই গর্বিত। এই চ্যাম্পিয়নশিপ টাইটেল উৎসর্গ করতে চাই আমাদের দর্শকদের।

ক্যাম্পাসের সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অনেক আনন্দিত। সবাইকে ধন্যবাদ।

এদিকে নিজ বিভাগের শিক্ষার্থীদের অনন্য সাফল্যে আনন্দিত সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্ধের শিক্ষকবৃন্দ।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুনিরুজ্জামান বলেন,
প্রত্যেকটা ম্যাচেই প্রাধান্য বিস্তার করে অসাধারণ খেলেছে আমাদের ছেলেরা। ফাইনালেও চমৎকার কিছু আক্রমণ করেছিলো।

কিন্তু কিছু শট বারে লাগে এবং খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে আমাদের ফুটবলারদের শটগুলো অসাধারণ ছিল এবং গোলকিপার ইমনের অবিশ্বাস্য দুটি সেইভ সমাজবিজ্ঞানকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করে।

ছেলেদের ক্রীড়া ক্ষেত্রে এমন সাফল্য আমাদের গর্বিত করে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য বিভাগটি আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।নিজ বিভাগের এমন সাফল্য উচ্ছসিত বিভাগের শিক্ষার্থীরা।সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান ভাবে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ