আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পেকুয়ায় বিসিকের উদ্যোগে লাবণ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালীতে দানাদার,পরিপক্ব লবণ উৎপাদনে লবণ চাষীদের প্রশিক্ষন কোর্স সম্পন্ন হয়েছে।

গতকাল (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় (বিসিক) কক্সবাজার কর্তৃক আয়োজিত দানাদার পরিপক্ব লবণ উৎপাদনের লবণ চাষী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া উপজেলার রাজখালী এরশাদ আলী ওয়াকফ স্টেটের মোতায়াল্লী উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা এত প্রধান অতিথির বক্তব্য রাখেন ।

কক্সবাজার বিসিকের ডিজিএম মোহাম্মদ জাফর ইকবাল ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিসিকের সম্প্রসারণ উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, রাজাখালীর প্যানেল চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া,

বিসিকের চকরিয়া দরবেশকাটা কেন্দ্র প্রধান মোঃ মনিরুজ্জামান, দরবেশকাটা লবণ কেন্দ্রের মাঠকর্মী মোঃ লিপন শিকদার।
এছাড়াও অন্যদের উপস্থিত ছিলেন,

রাজাখালী ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু,ইউপি সচিব আল আমিন, সমাজসেবা অফিসের আমজাদ বাবু প্রমুখ। উক্ত কর্মশালায় প্রায় তিন শতাধিক লবণ চাষী অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পুর্বিতা চাকমা লবণ চাষীদের উদ্দেশ্যে বলেন, আমাদের উন্নতির পথে যেতে হবে। উন্নত পদ্ধতিতে লবণ চাষ করতে হবে। এর ফলে দেশের উন্নতি হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ