আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নোবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বি.জি.ইকে বড় ব্যবধানে হারালো সমাজবিজ্ঞান

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৪-১ গোলে পরাজিত করে ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ।

আজ ২৮ নভেম্বর(সোমবার) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় দু’দল।
খেলার শুরতেই সমাজবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা একের পর পর আক্রমণ করতে থাকে।প্রথমার্ধের শুরুতেই দলের পক্ষে প্রথম গোলটি করেন সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান রাজন।

প্রথমার্ধেই গোলের ব্যবধান দ্বিগুণ করেন সমাজবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী শরীফ।

বিজিই বিভাগের খেলোয়াড়রা প্রতিরোধের চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি।খেলার শেষ মূহুর্তে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমায় বিজিই বিভাগ।

শেষ বাঁশি বাজার আগে সমাজবিজ্ঞানের বোর্ডে ৪ গোল এবং বিজিই বিভাগের বোর্ডে ১ গোল।
সমাজবিজ্ঞানের পক্ষে গোল করেন রাজন(২), শরীফ(১) এবং
১টি গোলের পাশাপাশি ২টি এসিস্ট করেন সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আওয়াল পিয়াস।

খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজন।

সমাজবিজ্ঞান বিভাগের অধিনায়ক ফাইয়াজ আহমেদ বলেন,
“আমাদের টিম কম্বিনেশনই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেমিফাইনাল জিতে দলের সবাই উজ্জীবিত। আমরা ফাইনাল জয়ের ব্যাপারেও আশাবাদী আছি।”

দলের তারকা খেলোয়াড় রবিউল আওয়াল পিয়াস বলেন,
“আমাদের টিমের ১১ জনের জেতার একটা ক্ষুদা যার ফলে আমাদের টিম স্পিরিট অনেক হাই।আমাদের এই ক্ষুদাই চ্যাম্পিয়ন হবার দারপ্রান্তে নিয়ে আসে বার বার।

খেলোয়াড়দের এই অনন্য সাফল্যে আনন্দিত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।তারা খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ