আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ার ইয়ারপুরে উপ-নির্বাচন, নৌকা পেলেন মুসা

আশুলিয়া  প্রতিনিধিঃ

আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী হিসেবে মোশারফ হোসেন মুসাকে চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

সোমবার(২৮ নভেম্বর) সকালে মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেন মোশারফ হোসেন মুসা।

এর আগে রোববার (২৭ নভেম্বর) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চেয়ারম্যানপ্রার্থী মোশারফ হোসেন মুসা বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে ইয়ারপুর উপনির্বাচনে নৌকার টিকিট দিয়েছেন।

আমি সবার কাছে দোয়া ও আর্শীবাদ চাই। আমি যেন আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।’

দলীয় সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ৫ জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছিলেন।

এর মধ্যে নৌকা প্রতীক ব্যবহারের জন্য মনোনীত হয়েছেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা।

ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভুইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর।

ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে জানিয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম গত ১৬ নভেম্বর এ নির্বাচনের সময়সুচী ঘোষণা করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ