আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

২ অবৈধ সিসা কারখানা ধ্বংস, ১ ইটভাটাকে জরিমানা

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ২টি অবৈধ কারখানা ধবংস ও একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রগুনাথপুর এলাকার দুইটি সিসা কারখানা ধবংস করা হয়। এসময় একটি সিসা কারখানার।

অপর কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এইচ এম বি ব্রিকসকে ০৫ লাখ টাকা জরিমানা হয়।

এ বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে ২টি সীসা কারখানা ধবংস সহ একটি সিসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরোও বলেন, ভাড়ারিয়া ইউনিয়নের অনুমোদন বিহীন ইট ভাটা মেসার্স এইচ এম বি ব্রিকস এর চুল্লি ভেঙে দেয়া হয় এবং আইনগত ভাবে নিষিদ্ধ স্থানে ভাটা স্থাপনের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ