আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত লালমোহন’র কারিগররা

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

শীতের আগমনে ভোলার লালমোহনে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক কারিগরেরা। এবার শীতের আমেজ আগেই টের পাওয়ায় লেপ-তোশকের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে ।

তবে তুলা, লেপের কাপড়, ফোমের দাম ও মজুরি গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

এই শীতে উষ্ণতা ছড়াতে লেপ-তোশক কম্বলের যেন জুড়ি নেই। এসব অঞ্চলে লেপ-তোশকের দোকানগুলোতে চলছে লেপ বানানোর ধুম, যেন দম ফেলার সময় নেই তাদের।

এবার জলবায়ু পরিবর্তনের কারণে আশ্বিন-কার্তিক থেকেই মোটামুটি শীত শুরু হয়েছে। এর তীব্রতা বাড়বে বলে মনে করছেন অনেকেই।

আগে শীত শুরু হওয়ার কারণে অর্ডার বেশি পাওয়ায় লেপ-তোশকের কারিগরেরা খুব ব্যস্ত সময় পার করছেন।

আদি যুগ থেকে শীতের হাত থেকে বাঁচতে লেপের ব্যবহার যেন অপরিহার্যভাবে চলমান রয়েছে। তাই লাল কাপড়ে তুলা ভরিয়ে সেলাইয়ে ব্যস্ত সময় অতিক্রম করছেন লেপ-তোশকের কারিগরেরা।

এ বিষয় লেপ কিনতে আসা মোঃ শিহাব বলেন, “আমি দুইটি লেপ কিনতে এসেছি। এবার তুলার দাম একটু বেশি। তাই লেপের দাম চড়া।”

লালমোহন উত্তর বাজারের পশ্চিম পাশে মধুছন্দা সিনেমা হলের সামনে দেখা যায় যমুনা কটন এন্ড বেডিং এ মেশিনে তুলা প্রস্তুত করে লেপ-তোশক বানানো হচ্ছে।

এ ব্যাপারে যমুনা কটন এন্ড বেডিং এর পরিচালক মোঃ মিরাজ হায়দার বলেন প্রায় দুই মাস ধরে চলছে লেপ বানানোর কাজ। পুরো শীতজুড়ে চলবে এই কাজ।

কাঁচামাল ও মজুরি মিলিয়ে এক একটি লেপের খরচ পড়ে প্রায় বারশত থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। তুলার বিভিন্ন ধরন অনুযায়ী লেপ বানানোর খরচ কিছুটা কম-বেশি হয়ে থাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ