আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কালচারাল এ্যাফেয়ার্স অফিসার সারলিন হুসাইন মরগান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

সেমিনারে ডেলিগেট হিসেবে আরও উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের কালচারাল এ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার, এ্যাডুকেশন ইউএসএ ডিরেক্টর সোহেল ইকবাল প্রমুখ।

সেমিনারে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা যাতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে অধিকতর সুযোগ পায় সে লক্ষ্যে ঢাকাস্থ আমেরিকান কালচারাল অফিস ও দূতাবাস যেন আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়ে বিশেষ আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্ট,পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ