আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ফুলবাড়িয়ার কান্দানিয়ায় উৎসর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রাকিব হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

শুক্রবার সকাল ১০ ঘটিকায় কান্দানিয়া স.প্রা.বি. উৎসর্গ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে প্রায় ৫০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

উৎসর্গ ফাউন্ডেশন এর সহ সভাপতি নাজমুল হোসেনকে সভাপতি করে কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করে।

এই সময় উপস্থিত ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম
আছিম পাটুলী ফাজিল মাদ্রাসা। কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান (সুরুজ) বিএসসি।

কান্দানিয়া স.প্রা.বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সায়েম (মানিক), ডাঃ মোঃ মাসুদ পারভেজ, মেডিকেল অফিসার, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মোঃ সারোয়ার হোসেন মিনহাজ , সহকারী শিক্ষক রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। ফজলুল হক(পলাশ),প্রধান শিক্ষক, বিদ্যাসাগর মডেল স্কুল।

আব্দুল মজিদ ফকির সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগ,ভবানীপুর ইউনিয়ন শাখা। হুমায়ুন আহমেদ, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ভবানীপুর ইউনিয়ন শাখা।

মোঃ ইমরান আহমেদ, উপদেষ্টা, উৎসর্গ ফাউন্ডেশন। মোঃ ইরাজ মল্লিক উপদেষ্টা ও পরিচালনা কমিটির সদস্য , উৎসর্গ ফাউন্ডেশন।

এছাড়াও উৎসর্গ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে উৎসর্গ ফাউন্ডেশন এর সার্বিক কার্যক্রম সম্পর্কে তুলে দরেন।

এই সংগঠন সমাজের অসহায় মানুষদের পাশে থাকার কথা ব্যক্ত করেন। সমাজের সকল সামজিক কাজে এই সংগঠন অংশগ্রহণ করবে বলে জানান।

এছাড়াও উপস্থিত সকলের বক্তব্যে এই শীতে মানুষের অসহায় অবস্থার কথা উঠে আসে। এই সময় সমাজের বিত্তবান ও সকল সংগঠনে এক হয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর কথা বলেন।

তাহলে সমাজে কাউকে শীতে কষ্ট করতে হবেনা। তাই সমাজের সবাইকে অসহায়, দুস্থ ও গরীব মানুষের পাশে দাড়ানোর আহ্বান করেন
এবং উৎসর্গ ফাউন্ডেশন এর পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ