আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে ঘরবন্দী অসহায় হতদরিদ্র পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং সরকারি ত্রাণ ৩০০ হতদরিদ্র বেকারদের মাঝে ১০ কেজি করে চাল ডাল এবং লবণ বিতরণ করা হয়।

বুধবার (২২ শে এপ্রিল) ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু, ধামরাই উপজেলা অফিসের কর্মকর্তা এবং ট্যাগ অফিসার মো সাইদুর রহমান সহ রোয়াইল ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ধারাবাহিকভাবে সকল অসহায় হতদরিদ্র এবং বেকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ’সময় রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু বলেন আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে সুরক্ষিত ও নিরাপদ রাখুন। কেউ খাবাররের জন্য চিন্তা করবেন না। আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ